Wednesday, June 20, 2018

সাধারণ জ্ঞা। অজানা কিছু সাধারণ জ্ঞান। ২



১.খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতি মুক্তিযোদ্ধা?
উঃ ইউ কে চিং।
২.বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি?
উঃ চট্টগ্রাম
৩.মাস্টারদা সূর্যসেনের ফাঁসিকার্যকর হয় কোথায়?
উঃ চট্টগ্রামে।
৪.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উঃ ২৫ বছর।
৫.বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম তম বয়স কত দরকার?
উঃ ৩৫ বছর।
৬.বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
৭.জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন?
উঃ স্যার গ্লাডউইন জেব।
৮.বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান কোনটি?
উঃ সেবাই আদর্শ।
৯.মুক্তিযুদ্ধে মোট নারী মুক্তিযোদ্ধা কত জন?
উঃ ২০৩ জন।
১০.'ইউনেস্কো' কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উঃ ১৯৯৯ সালে।
১১.ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় কত সালে?
উঃ ১৯৯১ সালে।।

No comments:

Post a Comment