থমকে গেছে সারা পৃথিবী। অসহায় হয়ে গেছে আজ পৃথিবীর সব শক্তি। কিছুই করতে পারছি না আমরা। একমাত্র মহান আল্লাহ পাকের অনুগ্রহই আমাদেরকে রক্ষা করতে পারে। এর জন্য আমাদের সবাইকে মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। নামাজ পড়ে চোখের পানি ফেলে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। না জানি কার চোখের পানি আল্লাহ পাক কবুল করে নেন, না জানি কার কান্নায় মহান আল্লাহ আমারকে ক্ষমা করেন, না জানি কার দোয়া মহান আল্লাহ পাকের পছন্দ হয়, না জানি কার হাতের উছিলায় মহান আল্লাহ পাক আমাদেরকে এই আযাব (করোনা ভাইরাস) থেকে মুক্তি দান করেন।
হাদিস শরীফে এসেছে-
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দ্বার খোলা হয়েছে (অর্থাৎ যার দোয়া করার তাওফিক হয়েছে), তার জন্য রহমতের দ্বার খোলা হয়েছে। আল্লাহর কাছে যেসব দোয়া চাওয়া হয়, তন্মধ্যে তাঁর কাছে সর্বাধিক পছন্দীয় হলো আফিয়াত; অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য দোয়া করা।’
(জামে তিরমিজি, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৫৫২, হাদিস নম্বর: ৩৫৪৮)
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তাকদিরের লিখনকে ফেরাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কোনো বস্তু হায়াত বৃদ্ধি করতে পারে না।’
(তিরমিজি, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪৪৮, হাদিস নম্বর: ২১৩৯)
তিনি আরও বলেন, ‘তাকদিরের ফয়সালাকে কেবল দোয়াই পরিবর্তন করতে পারে।
অতএব,সচেতনতা অবলম্বন করুন এবং প্লিজ প্লিজ সবাই নামাজ পড়ে মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করুন। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এই আযাব (করোনা ভাইরাস) থেকে রক্ষা করেন। আমিন।
No comments:
Post a Comment