Friday, March 6, 2020

অবাক_করা_মজার_কিছু_তথ্য।

####
#একজন ৭৫ বছর বয়সের মানুষ স্বাভাবিকভাবে মোট ২৩ বছর ঘুমিয়েছে ।

# চেঙ্গিস খানের বংশবিস্তার এমন বিশাল ছিল যে গড় হিসাবে আমাদের প্রতি ২০০ জনের মধ্যে একজন তার আত্মীয়।

# কম্পিউটার প্রিন্টার এর কালির দাম পেট্রোল এর প্রায় এক হাজার গুন বেশী।

# মশার দাত আছে। যদিও মশা মাদেরকে কামড়ায় না। হুল ফোটায়।

# স্ট্রবেরী (Strawberry) ফল যার বীজ ফলের বাইরে থাকে ।

# ফুটবল খেলোয়াড় একটি ম্যাচে, গড়ে ১২ কি মি দৌড়ায়।

# মাথা না ঘুরিয়েই পেছনে দেখতে পায় – খরগোশ ও টিয়া পাখি।

# মুল টাইটানিক জাহাজটি বানাতে খরচ হয়েছিল ৭০ লক্ষ ডলার। ওদিকে টাইটানিক সিনেমা বানাতে খরচ হয়েছে ২০ কোটি ডলার।

 # রেগে গেলে জলহস্তির ঘামের রঙ লাল হয়ে যায়।

# পেয়াজ ছোলার সময় চুইং গাম চাবালে চোখ জ্বলবে না।

# তাইওয়ানের একটি কোম্পানী গম দিয়ে খাবার থালা (প্লেট) বানায়। অর্থাৎ আপনি খাবার খাওয়ার পরে প্লেটও খেয়ে ফেলতে পারবেন।

# জিরাফ পানি ছাড়া উঠের চেয়ে বেশীদিন চলতে পারে।

# বাইরের ধুলা বালি ঘরে না আসলে, আপনার ঘরের বেশীর ভাগ ধুলা বা ময়লা আসে আপনার মৃত চামড়া (কোষ) থেকে।

# বিশ্বের সবচেয়ে বেশী বিমান আছে যে বাহিনীর কাছে তা হল আমেরিকার বিমান বাহিনী। এর পরের অবস্থানে রয়েছে আমেরিকার নৌ-বাহিনী। হ্যা, নৌ- বাহিনী।

#স্টারফিশ এক্মাত্র প্রানী যে তার পাকস্থলী উলটে দিতে পারে।

#ইসরাইলের ডাকটিকিটের পেছনে যে আঠা থাকে সেটা “কশার” সার্টিফিকেট প্রাপ্ত। কশার = ইহুদী ধর্মের হালাল

#আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির লাইব্রেরী ভবনটি প্রতি বছর এক ইঞ্চি করে মাটিতে দেবে যাচ্ছে। এর কারন হল লক্ষ বইয়ের ওজন। ইঞ্জিনিয়ারেরা ভবনটি বানানোর সময় বইয়ের ওজনের কথা চিন্তা করেনি।

# মৃত্যুদন্ড কার্যকর করার ইলেকট্রিক চেয়ার আবিস্কার করেছিলেন একজন ডেন্টিস্ট মানে দাতের ডাক্তার


# তিমি মাছের জিহবার ওজন একটি হাতির চেয়ে বেশী।

# যেটাকে ইংরেজিতে “ফ্রেঞ্চ কিস” বলে - সেই একই জিনিস ফ্রান্সে “ইংলিশ কিস” নামে পরিচিত। কেউই নিজের ঘাড়ে দোষ নিবে না।

# প্রতি তিন সেকেন্ডে বিশ্ব ৯ টি শিশু জন্মায়। ওদিকে প্রতি তিন সেকেন্ডে মারা যায় ৪ জন। অর্থাৎ, প্রতি তিন সেকেন্ডে বিশ্বের জনসংখা বাড়ে ৫ জন। তার মানে, আপনি এই দুটি লাইন পড়ার ভেতরেই বিশ্বের জনসংখা ৫-৭ জন বেড়ে গেছে।

#পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে

# শিশু বয়সে মানুষের শরীরে ৩০০ হাড় থাকে, বড় হলে কিছু হাড় জোড়া লেগে হাড়ের সংখা হয় ২০৬।

# একটি সাধারন পেন্সিল দিয়ে ৫ কিলো মিটারেরও বেশী লেখা যায়।

# মানুষের শরীরের চার ভাগের এক ভাগ হাড় থাকে দুই পায়ের পাতায়।

#শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রথম আবিস্কার – চাবুক।

# কোকা কোলার রঙ আসলে সবুজ। এটাকে বাড়তি রঙ মিশিয়ে কালো করা হয়।

# আফ্রিকার মাতামী উপজাতীর মধ্যে মানুষের মাথার খুলি দিয়ে ফুটবল খেলার প্রচলন আছে।

# মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও শক্ত।

# তেলাপোকার মাথা কেটে ফেললেও এটা কয়েকদিন বাচে। এর পরে না খেতে পেরে মারা যায়।

# চোখ খোলা রেখে হাচি দেওয়া যায় না। খবরদার, চেস্টাও করবেন না। চোখ খুলে বেরিয়ে যেতে পারে।

# ১৩৮৬ সালে ফ্রান্সে , একটি শিশুকে হত্যা করার অপরাধে একটি শুকরকে প্রকাশ্যে ফাসি দেওয়া হয়েছিল।

# প্রত্নতত্ববিদেরা ৯০০০ বছর পুরাতন চুইং গাম খুজে পেয়েছেন।
# বিজ্ঞানীরা অনুসরন করে দেখতে পায় যে প্রজাপ্রতি ৫০০০ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে।

# এক পাউন্ড মধু উতপন্ন করার জন্য একটি মৌমাছিকে ২০ লক্ষ ফুলের🌹 কাছে যেতে হয়।

# প্রাচীন জাপানে একমাত্র অন্ধ ব্যাক্তিরাই বাড়ি বাড়ি গিয়ে ম্যাসাজ করার অনুমতি পেত।
# আঙ্গুলের ছাপের মতন জিহবার ছাপও প্রত্যেকের আলাদা।
# আপনার পুর্বের ২৫ পুরুষ পর্যন্ত আত্মীয় হিসাব করলে আপনার মোট আত্মীয়র সংখা তিন কোটি ছাড়িয়ে যাবে।

# আধুনিক মহাশুন্যযানে চড়ে বিশ্বের সবচেয়ে কাছের তারাতে যেতে লাগবে ৭০ হাজার বছর।

# উল্কাপাতের ফলে সব ডাইনোসার মারা গেল। অথচ সেই আমলের প্রানী কুমির, কচ্ছপ বেচে রইল।

# মধু একমাত্র খাবার, যেটা পচে না।

# এস্কিমোদের (বরফের অঞ্চলের অধিবাসী) ভাষাতে “বরফ” শব্দটির শতাধিক প্রতিশব্দ রয়েছে। কিন্তু ওদের ভাষাতে – “হ্যালো” বলার মতন কোন শব্দ নেই।

# আইনেস্টাইন কখনো মোজা পড়তেন না।

# মানুষ ঘুমের ভেতর সারা জীবনে একবার হলেও হেটে থাকে।

# উঠপাখির চোখ তার মাথার ঘিলুর চেয়ে বড়।

#সিগারেট লাইটার আবিস্কার হয়েছে দিয়াশলাই এর আগে।

#বিশ্বের সবচেয়ে বড় চাকুরীদাতা হচ্ছে ভারতীয় রেলওয়ে যেখানে ১৬ লক্ষ লোক কাজ করে।

# জন্মানোর পরে শিশুরা রঙ দেখতে পায় না। এর পরে আস্তে আস্তে রঙ দেখা শেখে। চেনে আরো পরে।

# গ্রীক জাতীয় সঙ্গীত ১৫৮ লাইন।

# ১৫ শতাব্দীর আগের, লেখাতে কোন দাড়ি, কমা ইত্যাদি থাকত না।

# বিশ্বের সবচেয়ে বড় বীজ় হচ্ছে – নারিকেল।

# আপেলের বীজে সায়নাইড (সবচেয়ে মারাত্মক বিষ) রয়েছে।

# সারা বিশ্ব একবার ঘুরে আসতে পারে এমন লম্বা মাকড়শার জালের ওজন হবে মাত্র এক পাউন্ড।
# দুনিয়ার সব পিপড়ার  মোট ওজন, সব মানুষের মোট ওজনের চেয়ে বেশী।

# পেঙ্গুইন একটি পাথর উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এরা সাধারনত এক সঙ্গীতেই জীবন কাটিয়ে দেয়।

# কোনদিন দাড়ি না কাটলে বা ছাটলে সেটা বুড়ো বয়সে ৩ ফুট লম্বা হয়। 
 ####

No comments:

Post a Comment