Tuesday, August 24, 2021

আসুন , কর্জে হাসানার মাধ্যমে আমরা ও নিজেদেরকে পরিবর্তন করি মরে যাওয়া একটি সুন্নতকে জিন্দা করার জন্য চেষ্টা করি*

 'গতকাল আমি চালাক ছিলাম, তাই দুনিয়াকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাচ্ছি।' এটি তেরোশো শতকের বিখ্যাত ইসলামিক স্কলার, দার্শনিক এবং কবি জালালউদ্দিন রুমির কথা। ঠিক এই কথাটিই একটি গল্পের মাধ্যমে পড়েছিলাম 'চিকেন স্যুপ ফর দা সোল' সিরিজের একটি বইতে যেখানে প্রতি সিরিজে পাঠকের জীবনে ঘটে যাওয়া ১০১টি সত্য গল্প থাকে। ‌একটি গল্পে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে একটি কবরের গায়ে লেখা এপিটাফ হুবহু ওখানে তুলে ধরা হয়েছিল। মৃত ব্যক্তিটি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিলেন তার এপিটাফে যেন নিচের কথাগুলো লেখা থাকে: ‘যখন আমি ছোট ছিলাম স্বপ্ন দেখতাম দুনিয়াটা বদলে দেবো। একটু বড় হবার পর টের পেলাম, একা একা দুনিয়া বদলানো যায় না। তাই ঠিক করলাম আমার দেশটা বদলে দেবো। আরও বড়ো হবার পর টের পেলাম, একা একা দেশ বদলানো সম্ভব হচ্ছে না। তাই ঠিক করলাম, নিজের শহরটা বদলে দেবো। কিন্তু সেটাও  পারলাম না। তাই বৃদ্ধ বয়সে একটি মরিয়া চেষ্টা হিসেবে ঠিক করলাম, অন্ততপক্ষে নিজের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের বদলে দেবো। কিন্তু সেটাও পারিনি! আজ জীবনের গোধূলি বেলায় এসে মনে হচ্ছে, আহারে, কাউকে বদলাবার চেষ্টা না করে যদি সবার আগে নিজেকেই বদলে ফেলতে পারতাম! তাহলে হয়তো আমাকে বদলাতে দেখে, আমার পরিবার-পরিজন বদলাতো। তাদের বদলাতে দেখে হয়তো আমাদের এই সমাজ কিংবা শহরটা বদলাতো। আর আমার শহরটা বদলানোর মধ্য দিয়ে হয়তো আমার দেশটাই বদলে যেত। কে জানে, এভাবেই হয়তো দুনিয়াটা বদলে ফেলতে পারতাম!’ মোরাল অফ দ্যা স্টোরি: আমরা আমাদের চারপাশে যে পরিবর্তনটুকু দেখতে চাই, সেটি সবার আগে আমাদের নিজেদের মধ্যে ঘটানো দরকার, তাহলেই পরিবর্তন আসতে শুরু করবে। সবচাইতে সোজা কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, আর সবচাইতে কঠিন কাজ হচ্ছে আত্মসমালোচনা করতে পারা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সবার আগে নিজের পরিবর্তন করতে পারা।

*আসুন , কর্জে হাসানার মাধ্যমে আমরা ও নিজেদেরকে পরিবর্তন করি মরে যাওয়া একটি সুন্নতকে জিন্দা করার জন্য চেষ্টা করি*

No comments:

Post a Comment