অবহেলা ভালবাসার গল্প কথা _ আজ
আপনি আপনার প্রিয় মানুষটিকে
অবহেলা করে ফোন দিলেন না।
valobasar golpo kotha সে আজ রাতে না
বে বালিশ ভেজালো।
আপনি তাকে যতই ভালোবাসুন না
কেনো, তার এই কান্নায় আপনি এক
ধরণের ভাললগগ অনুভব করবেন। পরের
দিনও আপনি তাই করবেন, Instruments সেই
অবহেলা !!
এবারও খোঁজ নিয়ে জানতে পারবেন,
ওদিকে সে চোখের পানি ঝরাতে ব্যস্ত
।
আপনি ভাববেন,
বাহ !! .ে তো আমাকে খুব
Books ……….
আপনার ভেতরে অদ্ভুত এক ধরণের
ুভূতিনুভূতি হবে, বেশ ভালোও লাগবে।
আপনি ভাববেন,
Sign in, সে
আমাকে তত বেশি বেশি ভালোবাসবে
।
আস্তে আস্তে আপনি আরো বেশি
অবহেলা করা শুরু করবেন। োবে
একদিন হঠাৎ করেই জানতে পারবেন
আপনার অবহেলা সত্ত্বেও সে আজ
গভীর ঘুমে মগ্ন। তার চোখে আর পানি
আপনার জন্য।
বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে
ার।
নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি !!
আজ সে কাঁদলো না কেনো ?? সে কি
আমাকে আর ভালোবাসে
?? া ??
আপনি নিজেও জানেন না আপনার সেই
Log in to your account, see
দূরে সরিয়ে নিয়ে গেছে। রার
অবহেলায় সে আর কখনোই কাঁদবে না।
বেং সে হাসবে।
আপনার ভালোবাসায় সে যেমন হাসবে,
তেমনি আপনার অবহেলাকেও
হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে
Shouts on Netlog
অবহেলা দিয়ে কখনো ভালোবাসা
কর্জন করা যায় না। কেটা করা যায়,
তা হল সম্পর্কের
মাঝে একটি নিখুঁত ছেদ !! ভালোবাসা
অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে।
অবহেলা বড়ই খারাপ জিনিস। শুধু
মানুষ কেনো, কেউই এটি সহ্য করতে
পারে না। বাড়ির উঠোনে সারাদিন
পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে
মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে,
সেটিকে একবার অবহেলা করে দেখুন।
দেখবেন দুইদিন পর সেই কুকুরটিও
নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন
থেকে !!
শত জনমের ভালোবাসাকে নিমিষেই
নিঃশেষ করতে আপনার এক মিনিটের
অবহেলাই যথেষ্ট।
What's new আপনার প্রিয় আপনার শত
অবহেলাতেও কাঁদবে না। কোকীত্বকে
যে একবার ভালোবেসে ফেলে সে
কখনো কাঁদে না।
ভালবাসার গল্প কথা পরতে
আসুন
দিন শেষে, আপনি আপনার আগের
মানুষটিকে খুঁজবেন নতুনের মাঝে।
কিন্তু সে তখন একাকীত্বকে আলিঙ্গন
করে মুখে এক চিমটি হাসির রেখা
গভীর ঘুমে ব্যস্ত।
আর তখন ভাববেন,
ইশ কী ভুলটাই না করেছি গত হয়ে
যাওয়া সেই দিনগুলোতে !!
লেখাটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে ¹
টা কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান
কমেন্টেই আমাকে ভালো কিছু লেখতে
সাহায্য করবে। ধন্যবাদ
No comments:
Post a Comment