Sunday, March 15, 2020
ইসলামিক_গল্প &
✍--একটা বিয়ের অনুষ্ঠানে একলগে বেশ কয়েকজন মেয়ে মিলে টেবিলে ভাত খাইতে বসলাম!
-এদের ভিতর আমি কাউকে চিনি না!
আমার সমবয়সী হবে দেখলেই বুঝা যায়!!
-মেয়ে গুলোর দিকে এক নজর চোখ বুলাইলাম!
কারো পরনে ছিল জিন্স,আর টপস!
-আর কারো পরনে জিন্স আর শার্ট!
মোটামুটি সবাই হাই লেভেলের,,
-হাতে দামি দামি ঘড়ি---
> কম করে হলেও এদের হাতের নক গুলো আধা ইঞ্চি মতো লম্বা হবে!!
-খাবারের টেবিলে মেয়ে গুলো মাছের বাজারের মত করে গল্প করছে,
>বোয় টেবিলে খাবার দিয়ে গেলো!..
সেদিকে তাদের কোন চেঞ্জ নাই,
গল্প করছোতো করছেই!!
-আমার সাথে এরা কেউ কথা বলছে না,
শুধু তারা তারাই গল্প করে যাচ্ছে!
>আমার পরনে ছিল বোরকা!
আমি বোরকা খুলিনি কারণ সেখানে অনেক পুরুষের আনাগোনা!!
--একা একা খাই কিভাবে তাই আমি এদের কে বললাম আপু খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আসেন খেয়ে নেই!..
দেখি কেউ কথা বলছে না!!
>আমি বিসমিল্লা বলে খাবার শুরু করলাম!সাথে সাথে মেয়ে গুলো উচ্চস্বরে হেসে উঠলো!!
.
--এদের ভিতর থেকে মেয়ে একটা আরেকটা কে ছোট করে বলতেছে,
>যেভাবে বিসমিল্লা বলে উঠেছে যেন জীবনেও খাবার খায়নি!!
আমি শুনেও না শুনার ভান করে আছি!!
-আবার মেয়ে একটা বলে উঠলো,
>বাঙ্গালি মেয়েরা বোরকার ভিতর কি পায় কি জানি!
-আরেক মেয়ে বলল এরা ইসলামিক দেখানোর জন্য এগুলো করে!/
>আরেক জন মেয়ে বলল, এমন মেয়ে গুলো বাহিরে বোরকা পরে ঘুরে বেড়ায় কিন্তু ইসলামের ধারেকাছে নাই!
--আমি এদের কথায় কান না দিয়ে
খাবার শুরু করলাম!
-একটা মেয়ে আমাকে জিজ্ঞাস করে,আপু আপনি নামাজ পড়েন?
>আমি বললাম জ্বি পড়ি!
একটু পর আমিই মেয়েটিকে জিজ্ঞাস করি, আপু আপনি পড়েন নামাজ?,
--মেয়েটি বলল কেন পড়বো না!
নামাজ কি শুধু বোরকা ওয়ালিরা পড়ে? >আমি চুপ করে থাকলাম!
একটু পর আরেকটা মেয়ে আমাকে বলে,আপু আপনি পাঁচ কালেমা জানেন?...
-আমি বললাম জ্বি আপু জানি!!
>মনে মনে একটু খুশি হয়েছি!মেয়েগুলোর চলাফেরা উগ্র হলেও ইসলামের প্রতি দরদ আছে দেখি!
-আমি ঐ মেয়েটিকে জিজ্ঞাস করলাম আপু গোসলের ফরজ কয়টি?
>মেয়েটি হা হা করে হেসে বলল,গোসলের আবার ফরজ কিসের!
হি হি হি হি আজ নতুন শুনলাম!
--মেয়েটা উলটা আমাকে বলতেছে দেখি আপনি বলেন!!
>আমি বিস্তারিত বললাম গোসলের তিন ফরজ ও কি কি!!
-আমি আবার বললাম,/
আপু নামাজের ভিতর কয় ফরজ?
>আরেক টা মেয়ে জবাব দিল,
ফরজ টরজ এর কি দরকার,
ঠিক ভাবে নামাজ পড়লেই হয়!
>মেয়েটার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম!
হায়রে মুসলমান,এরা নাকি মুসলমান!
-আমি আবার বললাম,
আপু নামাজের মধ্যে একটি ফরজ বাদ গেলে নামাজ কোনোদিন আদায় হবে না!
--এবার মেয়েটি কে রাগান্বিত মনে হল!
তাই আমি আর কিছু না বলে খাবারের টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম!
>আমি যে রুমে বসেছি সেই রুমে কিছুক্ষণ পর মেয়েগুলো আসে!!
-এরা এসে কলেজের গল্প করতেছে!
সবাই হাতে ফোন নিয়ে আমার সামনে ঘাটাঘাটি করতেছে !
>জুতা কত টাকা দিয়ে কিনেছে!
-কাপড় কত টাকা দিয়ে কিনেছে! কোন মার্কেট থেকে বাজার করে সব গল্প করতেছে!>এদের হাসি ঠাট্টায় বুঝা যাচ্ছে এরা প্লান করে এসেছে,
-আমাকে ছোট করার জন্য এগুলা বলতেছে আমি বুঝেও চুপ করে আছি!
>আমি এদের ব্যাবহারে একটু অবাক হলাম, আমি তো ওদেরকে কিচ্ছু বলিনি তাহলে এরা গায়ে পড়ে খোঁচা মারতে আসছে কেন..??
-আমি এদের কথা গুলো না শুনার
ভান করে আছি!!
>কল আসে আমার ফোনে,আমি ব্যাগ থেকে ফোন বের করে কথা বলছি ছোট আব্বুর সাথে!এরা আমার ফোন দেখে একজন আরেক জনের দিকে তাকাতে লাগলো!
--আমি আই ফোন সেভেন ব্যাবহার করি! এদের ভিতর একটা মেয়ে বলে উঠলো,
>আপু আপনাকে এত দামি ফোন কে দিল? নিশ্চয় আপনার বয় ফ্রেন্ড!!
--কথাটা শুনে একটু খারাপ লেগেছিল তবু ছবর করেছি,,
>আমি বললাম, আপু ফোনটা আমার আব্বু জাপান থেকে পাঠিয়েছে আর আমার কোন বয় ফ্রেন্ড নাই!
--এবার মেয়ে গুলা একটু অবাক হয়ে গেছে!!
একটু পর ভিতর থেকে এক মেয়ে এসে আমাকে বলতেছে,আপু আপনাদের গাড়ী আসছে!আপনাকে রেডি হতে বলেছে!
>মেয়েটি আমাকে বলল,আপু আপনাদের বুঝি অনেক টাকা...
-ওমা....এটা কেমন কথা আবার!
এটা কেন বললেন আপু?
>মেয়েটা বলল, বাহিরে যে গাড়ীটা আছে খালাম্মা বলল সেটা নাকি আপনাদের গাড়ী! -অনেক সুন্দর গাড়ীটা!!
আপু অনেক দামি গাড়ী বুঝি..
>এবার মেয়ে গুলোর মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না,,
- স্তব্ধ হয়ে যাবার মতো অবস্থা!!
আমি মেয়েটি কে জড়িয়ে ধরে বললাম,
>আপু দামি গাড়ি,বিরাট বাড়ী থাকলেও সবাইকে কবরে যেতে হবে খালি হাতে,
সাধা কাফন পড়ে!
--দুনিয়ার গাড়ী/ বাড়ি মৃত্যুর পরে কোনো কাজে আসবে না!
>কাজে আসবে শুধু ঈমান আমল!!
সবাইকে সালাম করে আমরা ওদের ঘর থেকে বের হয়ে যাব,
--ওই মুহূর্তে মেয়ে গুলো এসে আমাকে
জড়ায় ধরে কান্নাকাটি করে বলছে,
>আপু তুমি আমাদের চোখ খুলে দিয়েছ! আপু আমরা না বুঝে তোমাকে অনেক অপমান করেছি!
--আপু আমাদে কে ক্ষমা করে দাও.....
আপু আমরা মনে করেছি তুমি গরীব অসহায় তাই বোরকা পড়!!
--আপু তোমাদের ধন-সম্পদের অভাব নাই,অথচ তোমার ভিতর এক বিন্দু পরিমাণ অহংকার নাই!
>কত ধার্মিক তুমি!
এক মেয়ে বলে, আপু আমরা তেমন নামাজ কালাম জানি না!ইসলামের ব্যাপারে তেমন ভাল কোন ধারণা নেই!
>আপু আজ থেকে আমরাও বোরকা পরবো, পর্দা করব,পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো!
আমি শুকরিয়া বলে এদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম!
.
আসলে আমরা মানুষ মাত্র ঐ মরণ শিল
তাই সময় থাকতে ভুলট্রতি সুদ্রধে নাওয়া ভালো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment