Saturday, March 14, 2020
একটি শিক্ষনীয় গল্প।
#### এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে,,
পাশ দিয়ে একটি ছোট পিপরা হেঁটে যাচ্ছিল,
মধুর ঘ্রান নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো!
ভাবল একটু মধু খেয়ে নেই, তারপর না হয় সামনে যাবো।
এক চুমু খেলো, বাহ !!
এতো ভারি মজা, আরেকটু খেয়ে নিই,
তারপর সামনে চলতে লাগলো আর ভাবলো,
এত মজার মধু আরেকটু খেয়ে নিলে ক্ষতি কি???
আবার পিছনে ফিরলো পূর্বে নিচে থেকে মধু খেয়ে খেয়েছিল, ভাবল নিচের মধু এত মজা তাহলে উপরের মধু আরো মজা হবে নিশ্চয়ই?
তাই আস্তে আস্তে গাছ বেয়ে উপরে চলে গেল, আর মধুর ফটোর উপরে উঠে বসে পড়লো,,
আর বসে বসে আরামছে মধু খাচ্ছিল, খেতে খেতে একপর্যায়ে পেট ফুলে গেল:
আর ওই দিকে পা দুটো ও আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছিল, হঠাৎ তখনই পায়ের দিকে নজর পড়ল,
তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে,
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো।
কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা, অনেক চেষ্টা করেও নিজেকে উদ্ধার করতে সক্ষম হলো না।
নাকে মুখে মধু ঢুকে দমবন্ধ হয়ে যেতে লাগল,
অবশেষে পিপড়াটি মধুর ভিতর মৃত্যুবরণ করলো,
এই বিশাল দুনিয়াটা এক ফোঁটা মধুর মতই
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেল,, আর যে এই স্বাদ এর মধ্যে ডুব দিতে গিয়ে, হালাল, হারাম, বাচ বিচার না করে শুধু খেয়ে গেল আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকে পড়ে মারা যাবে।
তখন আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না।
ধ্বংস অনিবার্য,, তার দুনিয়া আখেরাত দুটোই শেষ,
👉হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন,,####
আমীন ইয়া রাব্বুল আলামিন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment