Thursday, March 12, 2020

কবিতা। কৃষকদের নিয়ে সুন্দর একটি কবিতা।

ঘুম থেকে উঠে আমি
 দেখি ভোর বেলা
গাছের উপর শত শালিক 
বসিয়েছে আজ মেলা। 

রোদ ভরা দুপুরে
 মাঠে গিয়ে শুনি
চাষির মুখের মধুর গান,,
গাছের তলে নাচে কৃষক
আনন্দে ভরে মোদের প্রাণ।

জমি আছে অনেক আমার
ফসল নাহি পাই।
কাজ করিতে লজ্জা লাগে,
করি কী উপায়,,

লেখা পড়া অমুল্য ধন
আছে মোদের জানা
কাজ করিতে লজ্জা
 কীসের, কে করেছে মানা?

লেখক  :  হুরি জান্নাতি তোয়া। 
( জামালপুর,বালিয়াকান্দী, রাজবাড়ী।) 

No comments:

Post a Comment