Wednesday, June 24, 2020

ভাই বোনের ভালবাসার গল্প।



আমি : এই ফক্কিন্নি আমার মোবাইল কোথায়?
ছোট বোন : আমার কাছে😍
আমি : ফোনটা দে😠😠
বোন : দিমু না যা ভাগ😏
আমি : এটা আমার ফোন আমি নিজের টাকা দিয়ে কিনছি 😠😠
বোন : আল্লাহ গো তুই কী কিপটা ভাইয়া😱😱
আমি : ভালো হইছে😎😎
বোন : এই নে 200 টাকা!!
আমি : কেন 200 টাকা দিলি ??
বোন : 8 ঘন্টার জন্য তোর ফোনটা আমার কাছে থাকবে !!
আমি : ওহহ আচ্ছা এজন্য টাকা দিলি ??
বোন : হুমমম 
আমি : ok তাহলে ফোন টিপ 😏😏
বোন : এখন আমার মুখের সামনে থেকে যা তা না হলে ধাক্কা মেরে তোর রুমে পাঠিয়ে দিব😎😎
আমি : আচ্ছা যাচ্ছি 

8 ঘন্টা পর ........
আমি : ফক্কিন্নি ফোন দে !!
বোন : এই নে ফোন !!এবার আমার  200 টাকা দে😏😏
আমি : ইয়া আল্লাহ 200 টাকা কেন দিব ??
বোন : আমি তো ফোন দিয়ে দিলাম তাই 😏
আমি : মানে ??
বোন : তুই ফোন দিছিস আমি টাকা দিছি এখন ফোন নিয়ে নিলি আমিও টাকা নিয়ে নিব😎😎

টাকাটা নিয়ে নিল !! আমি হতাশ হয়ে রুমে এসে শুয়ে রইলাম !!! 
কয়েক দিন পর .....
আমি : ফক্কিন্নি চোখ খোল😃
বোন : কী বল 
আমি : Happy birth day to you bon 😍😍
বোন : thanks vaiya 
আমি : এই নে তোর উপহার 😃
বোন : কী এটা ??? 
আমি : খুলে দেখ 
বোন : Wow phone😍😍
আমি : হুমম তোর জন্য 
বোন : 😢😢
আমি : কান্না করিস কেন ??
বোন : i love you vaiya😢😢
আমি : তুই বিয়ে করে যেদিন এই বাসার থেকে বের হবি সেদিন আমি তোর জ্বালানো থেকে বাঁচব😏😒
বোন : যখন থাকব না তখন বুঝবি 😢😢
আমি : 😔😔

আমি : এই ফক্কিন্নি আমাকে চা করে দে
বোন : ....
আমি : এই শয়তান কই তুই???
বোন : 😢😢
আমি : কী হইছে তোর ??
বোন : একটা ছেলে স্কুল থেকে আশার সময় আমাকে টিছ করেছে 😭😭
আমি : 😠😠হারামির কলিজা তুলে ফেলব 😡😡
বোন : ভাই....
বেরিয়ে এলাম বাসা থেকে | 
রাতে ...
বোন : কই গেছিলি 
আমি : ঐ হারামজাদা এখন হাসপাতালে 😠😠
বোন : 😱😱
আমি : আমার বোনের দিকে যে খারাপ নজরে তাঁকাবে তারই খবর করে দিব 😠😠
বোন : 😃😃
আমি : যা ফক্কিন্নি খেতে দে 😃😃

5 বছর পর ....
বোন : তুই তো বলেছিলি একদিন ,আমি বিদায় হলে তুই আমার জ্বালা থেকে বাঁচবি😭😭
আমি : ......
বোন : দেখ আজ তোকে মুক্ত করে  দিলাম 😭😭
আমি : সাবধানে থাকিস😢😢

আজ বোনটা চলে গেল পরের ঘরে!!আর কেউ আমাকে সারাদিন জ্বালাবে না 😔😔কেউ বলবে না , ভাইয়া তুই একটা কিপটা😭😭
আমি বোনের রুমে চলে আসলাম এখন খুব কান্না পাচ্ছে 😭😭বলতে ইচ্ছা হচ্ছে , খুব ভালোবাসি রে পাগলি তোকে 😭😭তুই তো আমার কলিজা ছিলি😭প্লিজ আমার বুকে ফিরে আয়😭😭আমার যে খুব কষ্ট লাগছে !!আমি চাই না মুক্তি আমি আমার আদরেরে ছোট বোনটাকে চাই😭😭খুব ভালোবাসে তোর ভাইয়া তোকে!! বোন রে...😭😭
তখন আমার ফোনে একটা sms আসে !!
বোন : ভাইয়ারে আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস !! আমিও তোকে ভীষণ  ভালোবাসি😢 আমার ভাই দুনিয়ার বেস্ট ভাইয়া😭
 sms টা দেখে আরো বেশী কষ্ট হতে  লাগল | 

.......সমাপ্ত........

সব ভাইদের কাছে ছোট বোনরা কলিজার টুকরা |
বেঁচে থাকুক এমন ভালোবাসা কোটি কোটি বছর 😃😃

No comments:

Post a Comment