আমি এক পার্টি থেকে বাসায় ফিরছিলাম ৷ তখন দেখি একটা মেয়েরে কয়েকটা ছেলে রাস্তায় মাঝখানে টিজ করছে আর মেয়েটা কান্না করছে ৷৷৷
আমি গাড়ি থেকে নেমে ওদের কাছে গিয়ে বললাম
আমি : তোরা মেয়েটার সাথে কি করস
ছেলেগুলা আমারে দেখা মাত্রই বলল
ছেলেগুলা : ভাইয়া মাফ করে দেন ৷৷৷বলেই দৌড়ে পালালো
আসলে আমি ওদের বড় ভাই ৷৷ ওরা যার পাওয়ারে চলে তারা আমার পাওয়ারে চলে ৷৷ আসলে আমি একজন রাজনীতিবীদ ৷৷🌺
তাই ওরা আমায় দেখা মাত্রই পালালো ৷৷
তারপর আমি মেয়েটার কাছে গিয়ে বললাম
আমি : তোমার বাসা কয় আর এতো রাতে রাস্তায় কি কর ৷৷
মেয়েটা শুধু কান্না করেই চলছে
আমি আবার বললাম
আমি : তোমার বাসা কোথায়
মেয়ে : ........
এবার একটু রাগি গলায় বললাম
আমি : তোমার বাসা কয় তোমায় রেখে আসি ৷৷
মেয়েটা একটু ভয় পেয়ে বলল
মেয়েটা : যার বাবা মা নাই তার তো বাড়িও নাই
আমি : মানে বুজলাম না
মেয়েটা : আসলে আমার মা অনেক আগেই মারা গেছে ৷ তখন বাবা নতুন বিয়ে করে আর আমার সৎ মা আমারে দেখতে পারত না ৷ বাবা মারা যাওয়ার পর আমারে তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চাই ৷৷ ওই ছেলে অনেক মেয়ের জীবন নষ্ট করছে ৷ তাই বাসায় থেকে পালিয়ে আইছি ৷৷
আমি : এখন কয় যাবেন ৷
মেয়েটা : জানিনা ""
আমি : আচ্ছা আমার সাথে চলেন ৷ এখানে আবার কোনো খারাপ কিছু হতে পারে ৷৷
মেয়েটি কিছুই বলছে না ৷ তাই আমি বললাম
আমি : ভয় করনা ৷ আমি মেয়েদের সম্মান করতে জানি ৷৷ তোমার সাথে খারাপ কিছু করবো না ৷৷৷
দেখী মেয়েটা ঠান্ডায় কাপছে ৷ তাই গায়ের জ্যাকেট টা খুলে দিলাম ৷৷৷
তখন মেয়েটি ভেবে চিন্তে বলল
মেয়েটা : ঠিক আছে ৷৷৷ আর আপনারে দেখে খারাপ মনে হয় না ৷৷
তারপর মেয়েটারে নিয়ে গাড়িতে বসলাম ৷৷
আমি রবিন ৷৷ আমি মারামারি টাইপের ছেলে ৷৷
আমরা বাসায় আসলাম ৷৷
মেয়েটা বাড়িটা দেখে বলল
মেয়েটা : এটা কার বাড়ি
আমি : আমার ৷৷
মেয়েটা : কে কে থাকেন
আমি : আমি একাই ৷
তারপর ওরে নিয়ে বাসার ভিতরে গিয়ে বললাম ৷৷
আমি : তোমায় দেখে মনে হয়তাছে তুমি না খেয়ে আসো ৷৷ ফ্রীজে খাবার আসে গরম করে নিয়ে খেয়ে শুয়ে পড় ৷৷
মেয়েটা বলল
মেয়েটা : আপনি খাবেন না ৷৷
আমি : না ৷৷ পার্টিতে গেছিলাম ৷৷
মেয়েটা : ও ৷৷ আচ্ছা বাসায় কে রান্মা করে ?
আমি : আমি নিজেই করি ৷৷ মাঝে মাঝে হোটেলে খাই ৷৷
মেয়েটা : আচ্ছা তোমার নামটা কি
আমি : আমি রবিন ৷
মেয়েটা : আমি তানহা ৷৷
আমি : সুন্দর নাম ৷৷
তানহা বলল
তানহা : আমি এই অবস্থাই খেতে পারবো না
আমি বললাম চল তোমার রুমে নিয়ে যাই ফ্রেশ হয়ে খেয়ে নিও ৷
তারপর ওরে একটা রুমে নিয়ে গিয়ে বললাম
আমি : এটা তোমার রুম ৷৷ আলমারিতে সব প্রয়োজনীও জিনাস আছে ৷৷৷
তারপর আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম হয়ে নিচে গিয়ে দেখী ও খাবার গরম করতাছে ৷ আমি বললাম
আমি : তুমি খেয়ে শুয়ে পড় ৷৷
তানহা : আচ্ছা ৷ আর আপনাকে ধন্যবাদ ৷
আমি : কেণ
তানহা : এইযে আশ্রায় দেওয়ার জন্য
আমি : ও ৷৷ আমার ঘুম ধরতাছে আমি রুমে গিয়ে ঘুমালাম ৷৷
তানহা: আচ্ছা ৷৷ আমি কালকে সকালে চলে যাব
আমি : যাবে কেণ
তানহা : আমি আপনার উপর বোঝা হতে পারবনা ৷৷
আমি : আরে বোঝা হবেন কেণ ৷৷ আর যাবেন টা কয়
তানহা : এতো বড় পৃথিবীর এক জাইগায় তো জাইগা হবে ৷
আমি : আমি জেনে বুঝে তোমায় বিপদে ফেলাতে চাই না ৷৷৷ তুমি এখানেই থাকো ৷৷ এতো বড় বাড়িতে তুমি বোঝা হবে না ৷ এখানেই থাকো ৷৷ আর আমায় না হয় ফ্রেন্ড মনে কর ৷৷
তানহা : আচ্ছা ৷৷ কিন্তু ফ্রেন্ড না ৷৷ বেস্ট ফ্রেন্ড ৷৷
আমি: ওকে ৷ আচ্ছা তুমি পড়াশুনা কর
তানহা : হুম ৷৷ inter ৷৷ আমি : তুমি কি হতে চাও
তানহা : ডক্তর ৷৷
আমি : ওকে কালকে তোমায় কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসবো ৷
তানহা : কেন এতো কিছু করবেন
আমি : এখানে আমার আপন বলতে কেউ নাই ৷৷ আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড তাই তোমার স্বপ্ন আমি পুরণ করবো ৷৷
তানহা : ওকে ৷৷
তারপর........
No comments:
Post a Comment