তার পরের দিন, অফিসে না গিয়ে নীলার বাড়িতে যাইলাম,
এখন হাটতে গেলে কষ্ট হয়, পেট ব্যাথা করে, আবার গাড়িতে ঝাকি লাগার কারনেও ব্যাথা করে,
কোন রকম ভাবে তার পরের দিন গেলাম নীলার বাড়িতে,
ভিতরে ডুকলাম,
দেখি নীলার মা,
আমিঃকেমন আছেন মা,
মাঃভালো বলে চলে গেলো,
নীলার চাকরি হওয়া দেখা যায় সবাই, আমার সাথে কথা বলা টা বন্ধ করে দিছে
চারপাশে দেখতে লাগলাম,
নীলাঃকিসের জন্য আবার এখানে আসা,
আমিঃএমন করছো কেনো আমি না তোমার স্বামি,
নীলাঃতুই আর কখনো এই কথা টা বলবি না, কারন আমি আর তোকে কোন দিন স্বামি বলে মানবো না,
আমিঃতোমার তো স্পন্য টা পুরন হয়েছে, আর তুমি তো বলছিলা, তোমার স্বপ্ন টা পুরন হলে, আমাকে,
নীলাঃচুপ কর তো,, আর তোকে আমাদের দের বাড়িতে আসতে মানা করছি না আসলি কেনো,
আমিঃএটা কেমন কথা,
নীলাঃশোন আর আজ থেকে তুই এখানে আসবি না, আমি এখন MBBS ডাক্তার, আর তুই সামান্ন্য একটা চাকরি করস,
আমিঃতুমি না বলছো তোমার চা,,,
নীলাঃভুলে যা সব, সেই কথা গুলা, আর তুই এখানে আসবি না আর সামনের মাসে বাসা পাল্টাবো, তুই ইচ্ছা করলেও আসতে পারবি না,
আমিঃআচ্ছা আর কোন দিন আপনার সামনে আসবো না,
ধীরে ধীরে বাসা থেকে বাহির হলাম,
বের হয়ে ধীরে ধীরে বাসা দিকে হাটতে লাগলাম,
বাসায় এসে সুয়ে পড়লাম
শার্ট টা তুলে দেখি রক্ত পড়ছে ক্ষত জায়গা থেকে,,
রক্তটা মুছে, দিয়ে সুয়ে পড়লাম,
তার পরের দিন,
অফিসে যাই,,
পিয়নঃ স্যার আপনাকে ম্যাডাম তার রুমে ডেকেছে।
ম্যাম আসবো
ম্যাডামঃহুম আসুন।দাড়িয়ে আছেন কেন বসুন।
আকাশঃজি ম্যাম।
ম্যাডামঃআকাশ সাহেব আপনি নাকি খুব অসুস্থ।এ অসুস্থ শরীর নিয়ে কেন আপনি আজকে অফিসে আসলেন।ফোন করে ছুটি নিয়ে নিতেন।
আকাশঃনা ম্যাম আমি মোটামোটি এখন একটু ঠিক আছি।কোনো সমস্যা হবে না।
ম্যাডামঃআচ্ছা বুঝলাম।এখন এই ফাইলটার কাজটা করতে সম্ভব মনে হলে নিয়ে যাবেন,, কেমন।
আমিঃওকে ম্যাম, এটা বলে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে।
আমিঃআল্লাহ যা করে ভালোর জন্য করে,,
বাসায় গিয়ে ফাইলটা রেডি করলাম
ছাদের চিলেকোঠায়,
রাত টা পারি দিয়ে, তারপরের দিন,
গেলাম
অফিসে পিয়ন ডেকে বলল,, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে
গিয়ে দেখি, ম্যাডাম কি জন্য ডাকছে!!!
আমিঃ ম্যাম আমি কি ভিতরে আসব?
ম্যাডামঃআরে মি. আকাশ,, আসুন।
আমিঃজি
ম্যাডামঃওকে,আপনার আসন গ্রহণ করুন।
আমিঃওকে,ধন্যবাদ ম্যাম
ম্যাডাম:আকাশ সাহেব কালকে কাজটা কি সম্পূর্ণ করেছেন
আমিঃজি ম্যাম। ম্যাম এই নেন কালকের ফাইলটা।
ম্যাডামঃ হুম ভেরি গুড।
আমিঃধন্যবাদ ম্যাম।
ম্যাডামঃওহ, আকাশ সাহেব,, আপনাকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। কাল থেকে আমার মেয়ে অফিসে বস হিসেবে আসবে আমি এই কাজটা থেকে অবসর নিচ্ছি
আমিঃওহ আচ্ছা ম্যাম।
ম্যাডামঃ আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা তোমার মেয়েকে বস হিসাবে মেনে আপনাদের কাজটা ভাল ভাবে সম্পন্ন করবেন
আমিঃ জি ম্যাম,অবশ্যই।
ম্যাডামঃ এ ফাইল টা নিন আশা করি আপনি খুব ভালোভাবে এটা সম্পন্ন করবেন।
আমিঃ জি ম্যাম আমি সাধ্যমত চেষ্টা করব এটাকে ভালোভাবে সম্পন্ন করার।
ম্যাডামঃ আমার আরেকটা কথা রাখবেন প্লিজ।
আমিঃ জি ম্যাম, বলুন।
ম্যাডামঃ আমার অনুপস্থিতিতে আমার মেয়েটাকে আপনি দেখে রাখবেন।ওকে কখনো কষ্ট দিবেন না।তাহলে আমি কষ্ট পাবে।
আমিঃ জি ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনার মেয়ের কষ্ট হয়,, এমন কোনো কাজ করব না।আপনার মেয়েকে আমরা আমাদের সবার সর্বোচ্চটুকু দিয়ে হলেও ভালো রাখার চেষ্টা করব ম্যাম।
ম্যাডামঃআপনি আমাকে চিন্তা মুক্ত করলেন।যাক আমি আজকের পর অনির্দিষ্ট কালের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি।এটা আপনি সবাইকে বলে দিবেন
আমিঃজি ম্যাম।
তারপর সবাইকে বলার পর আমি আমার ডেক্সে
এসে বসে কাজ করতে লাগলাম,
কয়েক টা ফাইল আসলো আমার কাছে, আমি সেগুলো করতাছি
পাশ থেকে আমার কলিগ
বৃষ্টিঃ আকাশ সাহেব,,কেমন আছেন?
আমিঃএইতো ভালো,, আপনি কেমন আছেন?
বৃষ্টিঃআমিও ভালো আছি।তা কেমন চলছে আপনার দিনকাল?
আমিঃ হাসি দিয়ে বললাম ভালোই,,তারপর আবার কাজ করতে লাগলাম,
ফাইল ২ টো কাজ শেষ করে, ম্যাডাম এর কাছে নিয়ে গেলাম
ম্যাডাম ফাইলটা দেখা মাত্র,
Very Good…. ভালো করছেন এগুলা করে
আমিঃজি ম্যাডাম,, ধন্যবাদ।
ম্যাডামঃআপনাকে দেখে মনে হচ্ছে,,আপনি আমার মুখের কথা রাখবেন। ওওও আচ্ছা,, আকাশ সাহেব,, আপনাকে তো একটা প্রজেক্ট এর কথা বলতে ভুলেই গেছি।আমাদের সাথে শুভ সাহেবের সাথে একটা প্রজেক্ট এর কাজ আছে,,
এই নিন প্রজেক্ট এর কাজের নমুনা।
আমিঃজি ম্যাডাম,
এটা বলে আমার কেবিনে চলে আসলাম,
বৃষ্টিঃ ম্যাডাম কি কিছু বলল নাকি?
আমিঃ হ্যা।এই প্রজেক্ট এর সর্ম্পকে কিছু বলেছে।
বৃষ্টিঃওওও আচ্ছা।আকাশ সাহেব সমস্যা না হলে একটা কথা বলছি,, যাওয়ার সময় আমরা দুজন কি একসাথে যেতে পারি?
আমিঃজি,সমস্যা নাই।
বৃষ্টিঃআচ্ছা, এখন তাহলে যাই,বাই
আমিঃতারপর আমি কাজ করতে লাগলাম
বিকেলে দুজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
নতুন একটা বাসা নিলাম
সন্ধ্যা বাসায় এসে পৌছালাম।
বাসার গ্রেট দিয়ে ভিতরে ডুকতে যাবো ঠিক তখনি মনে হলো কারো সাথে, দাক্কা খেলাম।
দাক্কা টা ক্ষত স্থানে লাগাতে, শরির টা কেপে উঠলো,,
দাক্কা লাগার সাধে সাথে,
ঠাস ঠাস ঠাস করে, কয়েকটা চড় মারলো আমাকে,,
তাকিয়ে দেখি, একটা মেয়ে,,
আমার সামনে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে
আমিঃগালে দিয়ে,রইলাম,
মেয়েটাঃতোকে এখানে ডুকার সাহস কি করে হলো, তুই কে আমার, আমাকে দাক্কা দিস,
আমিঃআমি সরি, আসলে আমি ও ডুকছি আর আপনি ও বাইরে যাচ্ছেন, তাই কেউ কাউকে না দেখার কারনে, এমন টা হয়েছে,।
মেয়েটাঃতোর কথা রাখ,যা আমার সামনে থেকে,
বাড়ি আলাঃকি হয়েছে মা, এমন কেনো করছিস,
মেয়েটাঃবাবা এই ছেলেটা আমাকে দাক্কা দিছে,
আমিঃআংকেল সরি আমি ইচ্ছা করে দাক্কা দেইনি,
আংকেলঃওকে তুমি যাও আমি দেখছি।তারপর
আমি ওপরে চলে আসলাম,
ছাদের ওপর একটা রুম, সেটাই নিয়াছি,, কি আর করবো,,।
সুয়ে সুয়ে নিলার কথা গুলো ভাবতাছি,
খুব কষ্ট হচ্ছে,
সকালে ঘুম থেকে ওঠে,, ফ্রেশ হয়ে,
হালকা কিছু খেয়ে,
অফিসের উদ্দেশ্যে বাহির হলাম,
দরজা তে তালা দিয়ে গুরেরে দাড়াই তখনি কেউ পড়ে যায়
তাকিয়ে দেখি রাতের সেই বাড়ি ওয়ালার মেয়েটা,
আমিঃসরি আপনি যে কখন এসে পড়েছেন,
মেয়েটা ওঠে, সোজা আমার দিকে রাগি ভাবে এসে কলার দরলো, তোকে আজকে না,
আমিঃকি হলো আমি কি কিছু করেছি নাকি
মেয়েটাঃকিছু না বলে,, রাগের বশে হাতে যেন কি ছিলো,সেটা দিয়ে মাথায় টোকা দিলো,,
আমিঃখুব ব্যাথ্যা পেলাম,
মেয়েটাঃরাগে নিচে চলে গেলো,
আমিঃমাথায় হাত দিয়ে দেখি, রক্ত পড়ছে,,
তারমানে মেয়েটা কোন কিছু দিয়ে আঘাত করছে যার কারনে মাথা দিয়ে রক্ত পড়ছে,,
--------------চলবে----------
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Part:1
https://babu3574.blogspot.com/2020/06/blog-post_65.html
No comments:
Post a Comment