Friday, July 3, 2020

প্রত্যেক মেয়ের চাওয়া :


১! একজন বিশ্বস্ত মানুষ যে তার হাতে হাত রেখে সততার সাথে কাটিয়ে দিবে সারাজীবন।

২! একজন যত্নশীল মানুষ যে অসুস্থ হয়ে পরার ভয় দেখিয়ে অন্তত সময়মত খাওয়াদাওয়ার কথা বলবে। 

৩! এমন একজন মানুষ শত ব্যস্ততাতেও সময় করে তার প্রিয়তমার খোঁজ নিবে।

৪! এমন একজন যে কপালের টিপ ঠিক করে দিয়ে বলবে বেশ লাগছে আবার। শাড়ির কুচি ঠিক করে দিয়ে বলবে তুমি সব পোশাকেই ভালো লাগো।

৫! এমন একজন মানুষ যে খুব শখ করে পায়ে পায়ে নূপুর আর চোখে কাজল পরিয়ে দিবে। 

৬! এমন একজন যে মনে করে সব প্রোগ্রামে খোঁপায় দেওয়ার জন্য বেলীফুল কিংবা রক্তলাল গোলাপ নিয়ে আসবে।

৭! রান্নাঘরে ব্যস্ততার ফাঁকে এসে চোখেমুখে পরা এলোমেলো চুল ঠিক করে নিজ হাতে একগ্লাস পানি খাইয়ে দিয়ে বলবে আস্তে আস্তে কাজ করো। তাড়া নেই আমার। 

৮! এমন একজন যে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চোখ বন্ধ করে বলবে খুব ভালবাসি তোমায়। খুব!?

৯! এমন একজন তুমি চায় যে তুমির মাঝে নিজের প্রতিফলন সারাজীবন দেখা যাবে। 
এমন একজন তুমি চায় যে তুমিতে তার জন্য কোনো অবহেলা নেই।

১০! এমন একজন সঙ্গী যে জন অন্ধকারে হবে আলো, প্রখরতাপে হবে বটবৃক্ষের ছায়ার সমতুল্য।

১১! এমন  একজন মানুষ যে শত প্রতিকূলতার মাঝেও হাত ধরে বলবে তুমি পাশে থাকলে সব পাড়ি দিতে পারি। এটাতো কোনো বিষয়ই না। 

১২! এমন একজন মানুষ যে হাসির আড়ালেও লুকিয়ে থাকা কষ্ট একঝলকে বুঝে নিবে । 

১৩! এমন একজন যে নিজের চেয়েও বেশি ভালবাসবে। নিজের চেয়েও বেশি বিশ্বাস করবে। 

১৪! এমন একজন যে মৃত্যুর ঠিক আগ পর্যন্ত জড়িয়ে রাখবে অসীম ভালবাসায়।

No comments:

Post a Comment