আমি - হ্যা
নীলা - তুমার হাত টা ধরি....
আমি - কেন কেন..??
নীলা - যা ধরবো না..
আমি - কেন কেন....
নীলা - কেন কেন তোর মাথা
আমি - ধর আমার হাত....
নীলা - না ধরবো না.
আমি - তুই না বললি ধরবি..
নীলা - তখন ধরতে চাইছিলাম তুই ধরতে দেস নাই....
আমি - এখন তো ধরতে বলছি ধর....
নীলা - না এখন মন চাচ্ছে না...
আমি - রাগ হয়েছে বুঝি...
নীলা - জানি না...
আমি - আরে বল না..??
নীলা - জানি না... বলেই চলে যাচ্ছিলো...
আমি পেঁছন থেকে হাঁত ধরে ফেললাম...
আমি - কোথায় যাস ..??
নীলা - তুই আমার হাত ধরলি কেন....??
আমি - তুই চলে যাচ্ছিস তাই..
নীলা- যখন জামাই এর সাথে হাত ধরে একবারে চলে যাবো তখন কি করবি...???
আমি - চুপ হয়ে গেলাম....
নীলা - কিরে চুপ হয়ে গেলি কেন.....??
আমি - তখন আর কি করবো কিছুই তো করার নাই তোর হাত ধরে থাকার যোগ্যতা তো আমার নাই....
নীলা - আমার হাত ধরার যোগ্যতা যেহেতু নাই তাহলে এখন ধরলি কেন... বল..??
আমি - সরি ভুল হয়ে গেছে আর হবে না....
নীলা - ঠাসসসস করে দেবো না একটা ভাব লও তাই না....
আমি - আমি কি ভাব নিলাম তুই নিজেই তো বলেছিলি আমার কোন যোগ্যতা নাই....
নীলা - বলেছিলাম এখন তো বলি নাই
আমি - হুম তা বলস নাই...
নীলা - তাহলে এতো বেশি কথা বলস কেন...
আমি - ঠিক আছে আর বলবো না..
নীলা - ওকে। ও আরেক টা কথা কালকে থেকে যদি তোকে ওই মীমের আশেপাশে দেখি হাত পা ভেংঙে ঘরে বসিয়ে রাখবো....
আমি - কেন যাবো না মীম আমাকে ভালোবাসে..
নীলা - চুপ ভালবাসার কথা বললে গলা টিপে মেরে ফেলবো তোকে....
আমি - কেন তুই যে রাজ কে ভালোবাসোস আমি কিছু বলি নাকি হুম
নীলা - ঠিক আছে আমি আর রাজ এর সাথে কথা বলবো না...
আমি - কেন আমি কে যার জন্য তুই তোর ভালোবাসার মানুষ এর সাথে কথা বলবি না...
নীলা - এতো কিছু বলতে পারবো না
আমি - ওকে আসলে মীম মেয়েটা আমাকে খুব ভালোবাসে...
মীম - আমার কলার ধরে মীম ভালোবাসে আর আমি কি করি তোর মাথায় বাড়ি দেই....
আমি - তাই করস সারাদিন সুধু অপমান করস আর কিছু বললেই ঠাপ্পড় দেস.....
নীলা রেগে বেগুন হয়ে গেছে।
নীলা - আমি তোকে মারি তাই না দারা
কথাটা বলেই একটা লাঠি হাতে নিয়ে মাথায় দিলো বাড়ি। তারপর আর কিছু জানি না নিজেকে বিছানায় আবিস্বকার করলাম একি নীলা আমার বুকে সুয়ে আছে
এই অবস্থায় নীলাকে খুবি সুন্দর লাগতেছে...
মন চাচ্ছে কপালে একটা চুমু দেই। যেই ভাবা সেই কাজ করতে গেলাম কিন্তু মাথাটা তুলতে যাবো পারলাম মাথায় প্রচন্ড ব্যাথা। মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা। তারমানে মাথা ফাটছে।
কি মেয়েরে ভাবা সত্যি সত্যি মাথায় বাড়ি মারছে।
প্রচন্ড জোরে হিসু পাইছে কি করি। নীলাকে বুক থেকে সরাতে চাইলাম আরো শক্ত করে জরিয়ে ধরলো...
আমি - ওই নীলা উঠ...
নীলা........
আমি - ওই নীলা উঠ না প্লিজ না হলে আমি শেষ...
নীলা - উম্মম্ম
আমি - প্লিজ উঠ না তাহলে আমি গেলাম....
জোরে করে দিলাম ধাক্কা...
ঠাসস করে নিচে পড়ে গেলো....
নীলা - ও মাগো আমি গেলাম গো....
আমি - দৌড়ে টয়লেট এ চলে গেলাম....
এসে দেখে নীলা রাগে অজগরের মতো ফুঁসতেছে...
না এখন ভাব না ধরলে রক্ষা নাই....
আমি - ও মাগো কি ব্যাথা উওঅঅ.।। ভুত ভুত...
নীলা - ওই চুপ...
আমি - একদম চুপ...
নীলা - কোথায় ভুত....
আমি - তু তুই এতো রাতে আমার রুমে কেন.....??
নীলা - নেকামো হচ্ছে তাই না...
আমি - কিসের নেকামো....??
নীলা - সারারাত তোর রুমে ছিলাম। আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন...??
আমি - কই আমি তো কাউকে ফালাইনি....
নীলা - আমি জানি তুই সব কিছু জেনেও না জানার ভাব করতেছিস। আর তুই প্রতিশোধ নিয়েছিস
আমি - আমি কোন প্রতিশোধ নেই নি আমার প্রচুর হিসু পাইছিলো তাই তাড়াতাড়ি চলে গেছি আর তখন তো তোকে দেখলাম না আমি..
নীলা - দেখবি কেমনে তোর চোখ থাকে আকাশে।...
আমি - চুপ থাক তোর ডায়লগ শুনার টাইম নাই আমার ঘুম পাচ্ছে
নীলা - ওও এখন যদি মীম পেঁচাল পারতো খুব মজা লাগতো তাই না...
আমি - আমি কারো কথাই শুনতে চাই না আমি গুমাই
বলেই সুয়ে পড়লাম দেখি নীলাও খাটে আসলো
আমি - তুই খাটে আসলি কেন...??
নীলা - ঘুমাবো তাই...
আমি - না তুই আমার সাথে ঘুমাবি না...
নীলা - কেন আর এতোক্ষন তোর সাথেই ছিলাম
আমি - কিহহহ
নীলা - হ্যা....
আমি - আল্লাহ তুমি জানো আমার সাথে কি কি করেছে।
নীলা - ওই চুপ শয়তান।।
আমি - তুই তো আমার ইজ্জতে হাত দেছ নাই...
নীলা - ওও আল্লাহ এই ছেলের দেখছি মুখে কোন কথাই আটকায় না....
আমি - কেন আমি তো সত্যি কথাই বলছি
নীলা - তোর সব কিছু দেখে নিছি আমি আর কিছু বলবি তুই...???
আমি - উওঅঅঅঅঅঅঅঅঅঅ
নীলা - ওউ কাদস কেন....??
আমি - তুই আমার বউ এর সম্পদ এই ভাবে নষ্ট করলি
নীলা - আল্লাহ কিভাবে এই ছেলেকে বুঝাবো আমি যে আমি ওর শরীরে একটু ও ধরি নাই...
আমি - চুপ আমি দেখেছি তুই আমার বুকের উপড় ঘুমিয়েছিলি....
নীলা - কিহহহ তুই দেখেই আমাকে ফেলেছিলি..??
আমি - না না মা মানে তা না...
নীলা - চুপ আমি সব বুঝে ফেলেছি....
আমি - শোধ শোধ হয়ে গেছে
নীলা - কি শোধ হয়েছে...
আমি - তুই আমার মাথা ফাটিয়েছিস আমি তোকে ফেলেদিছি শোধ
নীলা - তুই সুস্থ না এজন্য মানলাম না হলে তোকে এমন মার মারতাম বাপের নাম বুলিয়ে দিতাম...
আমি - হয়ছে হয়ছে আর চাপা দিতে হবে না...
নীলা - কিহহহ আমি চাপা মারি..??
আমি - না না আমি চাপা মারি এবার আমি ঘুমাতে পারি।।।
নীলা - ওকে যা ঘুমা
আমি - ওকে। আর খরব দার আমার এই দিকে আসবি না...
নীলা - ওকে
তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নাই।
সকালে ঘুম থেকে উঠে দেখি আবারো নীলা আমার বুকে।
আমি আস্তে করে নীলাকে ডাক দিলাম।
নীলা - উওও আর একটু ঘুমাই...
আমি - ঘুমাও কোন সমস্যা নাই আমাকে ছাড়ো আমি যায়...
নীলা - না..
আমি - ওই আমি কি তোর জামাই নাকি তুই আমাকে এইভাবে ধরে ঘুমাবি..???
নীলা - হুম..
আমি - কিহহ
নীলা - কেন হলে কি সমস্যা নাকি....
আমি - হ্যা তোর মতো ডায়নি বউ লাগবে না আমার...
নীলা - লাফ দিয়ে ওঠে গেলো কিহহহ আমি ডায়নি...
আমি - হি হি আমি জানি এটা বললে তুই উঠে যাবি এজন্য বলেছি যা এবার ফ্রেশ হয়েনে কলেজে তো যাওয়া যাবেই না..
চলবে,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment