Wednesday, July 1, 2020

গল্প_প্রতিশোধ পর্ব_2


মীম - ছি ছি নিজের ফুপাতো ভাই এর সম্পর্কে তোর নিজের বিবেকে একটু বাধা দেই না..???
নীলা - কে ফুপাতো ভাই ওর মতো ছোট লোক ধান্দাবাজ কখনো আমার ভাই হতে পারে না।
আমি - চুপ নীলা তুমার ২ পায়ে ধরি তুমি আর কিছু বলবে না...
নীলা - কেন সত্যি কথা শুনতে খুব কষ্ট হয় তাই....
আমি - হ্যা আমি ছোটলোক গরীব কিন্তু লোভী না
নীলা - তুই লোভী আর তোর মতো লোভী ছেলে আমি আর একটাও দেখি নাই। আমার তো মনে হয় তোর মতো লোভী ছেলে আমার ফুপুর পেটে হয় অন্য কারো সন্তান তুই...
আমি আর সহ্য করতে না পেরে ঠাসসসসসস করে ২ তাপ্পড় দিয়ে দিলাম।
পুরা ভার্সিটির সবাই হা করে তাঁকিয়ে রইলো। নীলা চুপচাপ ওখান থেকে চলে আসলো।
কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে কার না এমন কষ্ট হবে যদি কারো জন্ম নিয়ে কেউ কিছু বলে।
আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো।
মীম - ওই তুমি কাঁদতেছো কেন....
আমি - আমার না খুব কষ্ট হচ্ছে আমি এটা কি করলাম নিলা কে থাপ্পড় দিতে পারলাম আমি....
মীম - তুমি একদম ঠিক কাজ করেছো। তুমার জায়গায় আমি হলে আরো কয়টা বেশি দিতাম...
আমি - আমার কিছু ভালো লাগছে না আমি বাসায় চলে যাবো...
মীম - বাসায় একা থাকলে মন আরো বেশি খারাপ হবে...
আমি - না আমার মন খারাপ হলে আমি একাই থাকি...
মীম - ওকে যাও তাহলে
আমি - ওকে
তারপর আমি বাসার চলে আসলাম। মনে মনে ভাবতে ভাবতে আসলাম বাসায় সব কিছু দিছে ভেঙে। কিন্তু বাসায় এসে দেখি সব ঠিক ঠিক আছে সব কিছু স্বাভাবিক।
আমি চুপচাপ রুমে চলে গেলাম একটু পর নীলা আমার রুমে আসলো আমি তো পুরাই অভাব...
আমি - সরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও....
নীলা - না ক্ষমা চাওয়া উচিত আমার তুমি কেন চাচ্ছো। পারলে আমাকে ক্ষমা করে দাও....
আমি আবারো ওর কথা শুনে অভাব হলো..
আমি - আমি তো স্বপ্ন দেখছি না একটা চিমটি কাটো তো...
আমি - আউউউ এতো জোরে কেউ চিমটি দেই....
নীলা - তুমিই তো দিতে বললে...
আমি - তা আজকে হঠাৎ করে এতো ভালো ব্যবহার কাহিনী কি....
নীলা - সরি আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি তুমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আর তুমাকে অনেক কষ্ট দিয়েছি...
আমি - হ্যা আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো সুখী ব্যাক্তি আর একটাও নাই...
নীলা - কেন এমন মনে হলো...??
আমি - আমি তো সব সময় এটাই চাইতাম তুমি আমার সাথে ভালো ব্যবহার করো আমার সাথে কথা বলো, আমার সাথে মিলেমিশে থাকো....
নীলা - ওওঅঅ তাই
আমি - হ্যা...
নীলা - আমি একটা সিদ্ধান্ত নিয়েছি...
আমি - কি...?
নীলা - বলবো না তোরে...
আমি - কেন বলবি না আমাকে...??
নীলা - চল নিচে যায় আম্মুর সামনে চল আম্মুর কাছে বলবো
আমি - ওকে
তারপর আমরা নিচে মামির কাছে এলাম...
মামি ও অবাক আমাদের ২ জনকে এক সাথে দেখে....
মামি - কি বেপার আজকে ২ জনে এক সাথে...
নীলা - কেন থাকতে পারি না নাকি....??
মামি - কেন পারবি না...
নীলা - তাহলে। মা তুমাকে একটা কথা বলার ছিলো
মামি - হ্যা বল
নীলা - না কানে কানে বলবো না হলে তামজিদ শুনে ফেলবে...
আমি - আমি শুনলে কি হবে..
নীলা - না আমি তোকে বলতে পারবো না...
মামি - ওকে আমাকেই বল
তারপর নীলা মামির কানে কি যেন ফিসফিস করে বললো।
মনে হচ্ছে মামি কথাটা শুনে মহা খুশী।
আমি - আমাকে কেউ বলো না প্লিজ.....??
নীলা - চুপ এটা আমার আর আমার আম্মুর পারসোনাল ব্যাপার তুই শুনবি কেন...
আমি - তাহলে আমাকে রুম থেকে ডেকে আনলে কেন...?
নীলা - এই এমনি..
মামি - তামজিদ তুমার আব্বু আম্মুকে কালকেই ঢাকায় আসতে বল....
আমি - কেন আমি...
মামি - মুখে মুখে কথা বলে যাও যা বলছি তাই করো...
আমি - ওকে
তারপর আমি রুমে এসে বাসায় ফোন দিলাম
আমি - আসসালামু আলাইকুম আব্বা...কেমন আছো...??
আব্বা - অলাইকুম আসসালাম ভালো আছি বাবা তুমি কেমন আছো...
আমি - জি আব্বাজান ভালো আছি! মা, মাহিম আর তুয়া কেমন আছে.....
আব্বা - হ্যা সবাই ভালো আছে।তুমার মামি, মামা,আর নীলা কেমন আছে...
আমি - জি আব্বাজান ভালো আছে,আমি আসলে আব্বাজান একটা কথা বলার জন্য ফোন দিছি...??
আব্বা - হ্যা বল..??
আমি - কালকে তুমাকে আর আম্মুকে মামি ঢাকায় আসতে বলছে...
আব্বা - কেন...??
আমি - আমি জানি না কালকে আসলেই জানতে পারবে...
আব্বা - ঠিক আছে কালকেই চলে আসবো...
আমি - ওকে রাকি তাহলে ভালো থাকবেন।।।।
আব্বা - ওকে
তারপর একটু ঘুম দিলাম।
বিকেলবেলা নীলার ডাকে ঘুম ভাঙলো।
নীলা - উঠ সন্ধ্যা হয়ে আসলো এখনো ঘুমাস....
আমি - না একটু খারাপ লাগছিলো তাই ঘুমিয়ে গেছিলাম
নীলা - ওও চল ছাদে যাবো...
হঠাৎ নীলার এমন পরির্বতন দেখে সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না।
নীলা - ওই কি হলো....??
আমি - দাড়া আমি ফ্রেশ হয়ে আসি...
নীলা - যা...
আমি ফ্রেশ হয়ে তারপর সাদে চলে গেলাম।
সাদের এক কোনে দারালাম কেউ কোন কথা বলছিনা...
নীলা - ব্যস্ত শহর টা কত সুন্দর তা না..??
আমি - হুম তোবে গ্রামের মতো না..
নীলা - তাই বুঝি গ্রাম আরো সুন্দর..??
আমি - হ্যা গ্রাম অনেক অনেক সুন্দর। যার ফসলে ভরা মাঠের দিকে তাকালে ভুলে যায় সব দুঃখ কষ্ট।
নীলা - তাহলে একনো গ্রামে নিয়ে গেলি না কেন....??
আমি - তুই গেলে তো নিয়ে যেতাম...?
নীলা - হ্যা আমি যাবো নিয়ে যাবি...
.
চলবে,,,,,,,like,, comment and shear

No comments:

Post a Comment